সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ হাফিজুর রহমান (৩১)।সে বৈকারী মাঝেরপাড়ার গ্রামের মজিদ সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির এসআই তনময় কুমার দেবনাথ ,এএসআই নাসির উদ্দিন, কং/ নজরুল ইসলাম, কং/আল মামুন ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহম্পতিবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার বৈকারী মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান (৩১), পিতা- মজিদ সরদার, গ্রাম- বৈকারী ( মাঝেরপাড়া), থানা ও জেলা-সাতক্ষীরা কে গ্রেফতার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির অফিসার ইনচার্জ মো: ইয়াছিন আলম চৌধুরী আপডেট সাতক্ষীরা কে জানান আটকৃতের নামে সাতক্ষীরা ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা দায়ের পূর্বক তাকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।