খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার মেহেরপুর জেলা রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাত ১২’টার সময় মেহেরপুর সার্কিট হাউজে পৌছালে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: জামিরুল ইসলাম, হাসিবুল ইসলাম, ডিআই-১ ফারুক হোসেন, সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি হাসেম আলীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার সকালে রেঞ্জ ডিআইজি মেহেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হয়ে মেহেরপুর জেলার পুলিশ কর্তৃক আয়োজিত প্যারেডে সালাম গ্রহণ করেন ও প্যারেড পরিদর্শন করেন। একই দিনে দুপুরে পুলিশ লাইনে এক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জ ডিআইজি বলেন, শতভাগ স্বচ্ছতার সহিত পেশাগত দায়িত্ব পালন করতে হবে।থানায় আসলে আন্তরিক ভাবে মানুষ কে সেবা দিতে হবে, কোনো নিরিহ মানুষ কে হয়রানী করা যাবেনা। রেঞ্জ ডিআইজি বলেন, বিট পুলিশিং কার্যক্রম কে আরো বেগোবান করতে হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশিং সেবা জনগনের দৌরগোড়ায় পৌছে দিতে হবে।
সংক্ষিপ্ত ব্রিফিং শেষে রেঞ্জ ডিআইজি মেহেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস,অস্ত্রাগার ও যানবাহন শাখা পরিদর্শন করেন।
মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: জামিরুল ইসলাম, হাসিবুল ইসলাম, ডিআই-১ ফারুক হোসেন,ডিবির ওসি জুলফিকার আলী,পরিদর্শক তোফায়েল আহমেদ, পরিদর্শক মহিদুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি হাসেম আলী সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।