রেজাউল করিম(দেবহাটা প্রতিনিধি) : দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০২০ উপলক্ষে আজ ৯ ডিসেম্বর সকালে দেবহাটা থানা প্রাঙ্গনে নির্বাচনী ব্রিফিং প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
নির্বাচনী ব্রিফিংয়ে পুলিশ সুপার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ফোর্সদের উদ্যেশ্যে বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনী এলাকায় ৪০ টি ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য, পিসি-১ জন, এপিসি ১ জন,পুরুষ আনসার-৬ জন, মহিলা আনসার-৪ জন এবং গ্রাম পুলিশের- ২ জন করে সদস্য মোতায়েন থাকবে।
পুলিশ সুপার বলেন, এর বাহিরেও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্য টহল ডিউটিতে নিয়োজিত থাকবে।ভোট কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা।তিনি বলেন, উৎসব মূখর পরিবেশে জনগন ভোট কেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবেন। কেউ কেনো রকম প্রভাব বিস্তার করার চেষ্টা করলে ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার কে জানাবেন।তিনি ব্যবস্থা না নিলে আমাকে জানাবেন। আমার মোবাইল নাম্বার আপনাদের দিয়ে গেলাম। ০১৩২০-১৪২১০০।
পুলিশ সুপারের ব্রিফ্রিং অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ আসাদুজ্জামান,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দীন,তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী,বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো:সাইফুল ইসলাম,দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা সহ নির্বাচনী এলাকায় দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্য, আনসার সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।