পাকিস্থানে তৈরি ১টি রিভলবার ও ৮ রাউন্ড গুলি সহ ২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প।
র্যাব-৫ জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের নেতৃত্বে ১১ এপ্রিল, ২০২১ ইং তারিখ ০৪:০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আশরাফপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে-
পাকিস্তানে তৈরি রিভলবার - ১টি, গুলি - ৭ রাউন্ড
গুলির শেল -১টি, মোটরসাইকেল -১টি,মোবাইল ফোন -২টি,সিম কার্ড ৪টি,নগদ অর্থ ১৬০০ টাকা,আইডি কার্ড ১টি সহ আসামি-মোঃ কামরুল ইসলাম (৩৫), পিতা মৃত সুলতান প্রামানিক,সাং- আশরাফপুর, (২)মোঃ ফাইজুল ইসলাম জনি (২৮), পিতাঃ মোঃ ফজলুর রহমান, সাং- চাঁদপুর, উভয় থানা- বাঘা, জেলা -রাজশাহী কে হাতেনাতে গ্রেপ্তার করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিপিসি-২, নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামিদ্বয় জব্দকৃত অবৈধ গুলিসহ রিভলবার অপরাধ সংঘটনের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।তিনি আরো জানান,আটককৃতদের নামে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।