পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার অপরাধে আবু তাহের ওরফে কালু নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে ফেনী শহরের বারাহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আবু তাহের ওরফে কালু ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সমাসপুর এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এর আগে শনিবার তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন পরশুরাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান মজুমদার কামরুল। তিনি পরশুরাম উপজেলা মানবাধিকার কাউন্সিলের উপজেলা সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ হোসেন মামলার বরাত দিয়ে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের সফল আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার কে নিয়ে অবমাননাকর, হেয় প্রতিপন্নমূলক, ষড়যন্ত্র ও উসকানিমূলক, কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক মন্তব্য পোস্ট করায় ক্ষুব্ধ হয়ে যুবলীগ নেতা সফিকুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
যুবলীগ নেতা কামরুল বলেন, ফেসবুকে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য মিথ্যা, কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য ও লেখা পোস্ট করার জন্য যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।।
থানা পুলিশের সুত্র জানায়, গত ১৬/০২/২০২২ তারিখ দাগনভূঞা থানাধীন, রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আবু তাহের প্রকাশ কালু, পিতা আবু বকর সিদ্দিক সাং- সমাসপুর,থানা- দাগনভূঞা জেলা- ফেনী, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ বাহিনীর আইজিপি, জনাব ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) কে নিয়ে অবমাননাকর, হেয় প্রতিপন্ন মূলক, ষড়যন্ত্র ও উসকানিমূলক, কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক মন্তব্য পোস্ট করায় ১৯/০২/২০২২ইং তারিখ জনৈক শফিকুর রহমান মজুমদার প্রকাশ কামরুল, পিতা মৃত আবুল কাশেম মজুমদার, গ্রাম- সলিয়া, থানা- পরশুরাম, জেলা- ফেনী, উক্ত আবু তাহের প্রকাশ কালু এর বিরুদ্ধে পরশুরাম থানায় অভিযোগ দায়ের করলে, ইলেকট্রনিক্স ডিভাইস এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিথ্যা কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য ও লেখা পোস্ট করার অপরাধে আসামি আবু তাহের এর বিরুদ্ধে পশুরাম থানার মামলা নাম্বার ০৭, তারিখ ১৯/০২/২০২২, ধারা ২৫/২৯/৩১(৩) , ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রুজু হয়|
পুলিশ আরো জানায়,ফেনী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এঁর বিশেষ দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ বদরুল আলম মোল্লা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো: মাশকুর রহমান পিপিএম এর তত্ত্বাবধানে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ খালেদ হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনির হোসেন, এসআই/হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালন করে আসামি আবু তাহের প্রঃ কালু(৪২), কে অভিযান পরিচালনা করে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।