সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৮ আগস্ট ২০২২খ্রিঃ তারিখ সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন নবনিযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানি সহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা, ওয়ারেন্ট তামিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, বিট পুলিশিং কার্যক্রম আরো ত্বরান্বিত করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা,সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া পুলিশ সদস্যদের ছুটি বা অন্য কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপার কে অবহিত করার জন্য নির্দেশ দেন।প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানাবাহন শাখা পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন কনক কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),সাতক্ষীরা। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মোঃ মীর আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল , অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান, , সিনিয়র সহকারী পুলিশ সুপার,দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার, তালা সার্কেল মো: সাজ্জাদ হোসেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সগণ।