পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ অনুষ্ঠান এবং রায়ট ড্রিল প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরা পুলিশ লাইনসের ড্রিল সেডে এ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার শুরুতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত গ্যাজেট বিতরণ করে মহড়ার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এসময় তিনি সাতক্ষীরা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ, রায়ট ড্রিল প্রশিক্ষণের মহড়া প্রত্যক্ষ করেন।
পরে আইন শৃংখলা নিয়ন্ত্রণের লক্ষ্যে সকলের প্রতি দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাস,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান,সদর থানার ওসি স ম কাইয়ুম,ট্রফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, ডিবির ওসি বাবুল আক্তার সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।