প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২২, ১২:৩৪ পূর্বাহ্ণ
পুলিশ সুপার পদে পদন্নোতি পেলেন পুলিশের ৫০ কর্মকর্তা
পুলিশের ৫০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়েছে সরকার। এসব কর্মকর্তাদের পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বুধবার দুটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।
এবার পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই বিসিএস ২৮তম ব্যাচের। এ ছাড়া বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের বাদ পড়া কয়েকজনও এই পদোন্নতি পেয়েছেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Copyright © 2026 Update Satkhira. All rights reserved.