শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার) সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও পূজামণ্ডপে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার সন্ধায় খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার) শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণের জন্য সাতক্ষীরা সদর ও পাটকেলঘাটা থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে উপস্থিত হলে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান খুলনা রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।
খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন পূজামণ্ডপের পুরোহিত দের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে সনাতন সম্প্রদায়ের লোকদের শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন।
রেজ্ঞ ডিআইজি এসময় বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি সকল ধর্মের অনুসারী মিলে আমরা আমাদের দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো।
তিনি বলেন, জেলায় সুষ্ঠু ও সুশৃঙ্খল দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের পাশে সাতক্ষীরা জেলা পুলিশ নিরিবিচ্ছিন্নভাবে প্রত্যয়দীপ্ত মর্মে অভিহিত করেন। শারদীয় দুর্গাপূজা কে কেন্দ্র করে যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না মর্মে কঠোর হুশিয়ারী প্রদান করেন এবং দেশের প্রচলিত আইন, বিধি ও সংবিধানের আলোকে সুচারু ভাবে দায়িত্বপালনের জন্য দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত সকল পুলিশ সদস্যদেরও কঠোর নির্দেশ প্রদান করেন।
এ সময় সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি স ম কাইয়ুম,ট্রাফিকের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।