খুলনা বিভাগে সাংস্কৃতিক জগতে খ্যাতিমান কন্ঠশিল্পী, বাংলাদেশ বেতার খুলনা মিউজিক প্রোডিউসার, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলার সভাপতি,লিনেট ফাইন আর্টস এর পরিচালক সুরকার -গীতিকার আবু আফফান রোজবাবু শারীরিক অসুস্থতায় সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনস্টিক ক্লিনিকের ৪০১ নং কেবিনে চিকিৎসাধীন আছেন।আগামীকাল উন্নত চিকিৎসার জন্য এই বর্ষীয়ান শিল্পী কে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।আবু আফফান রোজ বাবুর স্ত্রী কবি দিলরুবা রোজ তার আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী সহ তার সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট রোজ বাবুর দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
প্রাসংঙ্গত : আবু আফফান রোজ বাবু শুধু শিল্পীই নন।বরং তিনি একজন সমাজ সেবক ও বটে। মুনজিতপুর গ্রামে তার কোন পাড়া প্রতিবেশি মারা গেলে মৃত্যু সংবাদ শুনে তিনি সেখানে দ্রুত ছুটে যান।মৃত ব্যক্তির পরিবার যদি গরীব হয় তাহলে রোজ বাবু সেই মৃত ব্যক্তির দাফনের জন্য কাফনের কাপড়,কবর দেওয়া বাঁশ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম নিজের পকেটের টাকা দিয়ে করে দেন। তাছাড়া মৃত বাড়িতে ৩ দিন রান্না-বান্না করা হয়না।রোজ বাবু নিজের বাড়ি থেকে রান্নাকরা খাবার এনে মৃত বাড়ির অন্যান্য সদস্যদের খেতে দেন।এছাড়া ও রোজ বাবু তার এলাকার কোন মানুষ বিপদে পড়লে তার পাসে এসে দাঁড়ান। করোনা কালে কর্মহীন মানুষদের বস্তাভর্ত্তি চাল-ডাল-লবণ-তেল কিনে দিয়ে এলাকায় প্রশংসা অর্জন করেছিলেন।তাই আসুন সবাই মিলে দুহাত তুলে সৃষ্টিকর্তার নিকট দুআ করি, তিনি যেনো আমাদের প্রিয় কন্ঠ শিল্পী আবু আফফান রোজ বাবু কে দ্রুত সুস্থ্যতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।