তালার শুভাষিণী কাশীফুল উলুম কওমি মাদ্রাসা ও মসজিদ’র নবনির্মিত অত্যাধুনিক কমপ্লেক্স ভবন নির্মান শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কুয়েত সোসাইটি ফর রিলিফ অফিস বাংলাদেশ (কেএসআর) এর অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্স ভবন শুক্রবার (২৩ ডিসেম্বর) জুম্মার নামাজের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি তালার কৃত্বি সন্তান আলীম মাহমুদ। এসময় তালা থানার ওসি চৌধুরী রেজাউল ইসলাম, বিএনপি নেতা অধ্যক্ষ মোশারফ হোসেন, মারকাজুল উলুম মাদ্রাসা যশোরের অধ্যক্ষ আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবী মো. আশরাফ হোসেন সহ বিভিন্ন এলাকার সহস্রাধিক আলেম, ওলামা ও মুসলি উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন, সংশ্লিষ্ট মসজিদের ইমাম মুফতি মাহমুদ হাসান। উলেখ্য, মুফতি মাহমুদ হাসান ও তাঁর পিতা জাপা নেতা মো. আশরাফ হোসেন’র পরিবারের দানকরা ১বিঘার বেশি জমির উপর আধুনিক এবং দৃষ্টিনন্দন ৭টি স্থাপনা তৈরি করা হয়েছে। স্থাপনার মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, পানির ট্যাংক, অতিথি রুম, ওযুখানা, মটর সহ জেনারেটর রুম এবং টয়লেট। মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স’র জেনারেটর, জায়নামাজ এবং ডেকোরেশন করার জন্য প্রায় দেড় কোটি টাকা ব্যয় হয়েছে। ব্যয়কৃত টাকার মধ্যে মসজিদ কমিটি প্রায় ৩৩ লক্ষ টাকা এবং বাকি প্রায় ১কোটি ২০ লক্ষ কুয়েতী সংস্থা বহন করেছে।