গাজীপুর মেট্রোপলিশন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম , বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, আজকে যারা তরুণ তারাই একসময় দেশ পরিচালনা করবে। কাজেই খেলাধুলার মাধ্যমে তাদেরকে মাদকমুক্ত রাখতে হবে।গত ০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি: গাজীপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ইয়ুথ প্রিমিয়ার লীগ (YPL Season 10) এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি গাছা থানা এলাকা কে মাদক সন্ত্রাস মুক্ত করার মাধ্যমে একটি মডেল থানায় রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন এবং এরকম একটি ক্রিকেট লীগ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান ।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন গাজীপুর ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: তৌহিদুল ইসলাম দীপ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গাজীপুরের যানজট এবং মাদক সমস্যা দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রশাসন) মোহাম্মদ ইলতুৎ মিশ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটি করপোরেশনের বিভিন্ন কাউন্সেলর বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।