বিনম্ব্র শ্রদ্ধা আর ভালোবসায় খুলনায় "পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।
কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্নবলিদান-
প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান" উক্ত স্লোগান কে সামনে রেখে আজ ০১ মার্চ, ২০২৩ খ্রিঃ তারিখে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে নগরীর খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উপলক্ষে র্যালি,
শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার, মোনাজাত, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের জন্য ০১ মিনিট নিরবতা পালন, ক্রেস্ট উপহার ও সম্মাননা পত্র প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩" এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা বিপিএম।অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ও কেএমপি কমিশনার জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ কে নগত অর্থ ও উপহার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর মঈনুল হক বিপিএম(বার), পিপিএম।অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল হাসান,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল, খুলনা, পিটিসির অতিরিত্ত ডিআইজি মো: হাবিবুর রহমান খান,র্যাব-৬ অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মুসতাক আহমেদ,
৩য় এপিবিএন, র্যাব-৬, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, নৌ পুলিশ, পিবিআই, রেলওয়ে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ খুলনাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ, নিহত পুলিশ পরিবারের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।