সারাদেশের ন্যায় আজ থেকে সাতক্ষীরায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে মাধ্যমিকের গন্ডি পার হওয়ার সূচনা করেছেন জেলার এসএসসি পরীক্ষার্থীরা।
![]()
শান্তিপূর্ণ পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবীর,সদর ইউএনও ফাতেমা-তুজ জোহরা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহানেওয়াজ তানভির, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭৫ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২১ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করেছে।
![]()
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার জানিয়েছেন, জেলার ৪৭টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৪৫৫ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ২৭টি কেন্দ্রে এসএসসি. ১২টি কেন্দ্রে দাখিল ও ৮টি কেন্দ্রে ভোকেশনাল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।