সাতক্ষীরায় জাতীয় পার্টির মত বিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে গতকাল বিকাল ভাড়–খালি মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু।
![]()
বিশেষ অতিথি সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারন সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলার যুগ্ম সম্পাদক শাখায়াতুল করিম পিটুল, সহ-সম্পাদক মশিউর রহমান বাবু, পৌর সাধারন সম্পাদক শেখ আব্দুস সাদেক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারন সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল। ঘোনা জাতীয় পার্টির একটি শক্তিশালী ঘাটি এ এলাকার কৃতি সন্তান প্রয়াত হাবিবুর রহমান হবি জাতীয় পার্টি হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পার্টিকে সুসংঘটিত করতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের সাধারন মানুষ জাতীয় পার্টির উপরে আস্থা রাখতে চায়। মত বিনিময় সভা শেষে কুশখালী ইউপি সদস্য সিদ্দিকুর রহমান ও আলীপুরের বিশিষ্ট সমাজসেবক আজিজ হাসান, নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোজাফফার রহমান।