সাতক্ষীরা জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ সেবা কার্যক্রম করেছেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক দিপক কুমার সাহা।রবিবার সকালে সাতক্ষীরা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন উপপরিচালক। পরিদর্শন কালে সেখানে ভত্তি সিজারিয়ান রোগীর সাথে সেবার গুনাগত মান সম্পর্কে কথা বলেন উপপরিচালক দিপক কুমার সাহা।পরে ডিডিএফপি সেখান কার ঔষধ বিতরণের বিভিন্ন রেজিস্ট্রার সমূহ পরিদর্শন করেন।
এসময় সহকারী পরিচালক বসীর আহমেদ,এমও ক্লিনিক ডা: লিপিকা বিশ্বাস সহ মা ও শিশু কেন্দ্রের অফিস সহকারী রোসেনা আক্তার সহ দায়িত্বরত এফডব্লুউভি গণ।সেখান থেকে উপপরিচালক কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে যান।পরিদর্শন কালে তিনি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
প্রাসংঙ্গত : আগামী ১১ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ৯ জুলাই থেকে ১১ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিন দিন ব্যাপী সেবা সপ্তাহের আয়োজন করেছে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।