প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে অভিযানের উদ্বোধন ঘোষণা করলেন জেলা প্রশাসক
মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী অভিযানের উদ্বোধন করেছে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরা সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জানান, মাসব্যাপী এ অভিযানে সাতক্ষীরা পৌরসভার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, লার্ভিসাইড দিয়ে মশার লার্ভা ধ্বংসসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে শহররবাসীকে সম্পৃক্ত করে এ কাজ বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ অভিযান কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচি উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আনুষ্ঠানিক ভাবে আজ উদ্বোধন হলেও আগে থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও মশার বংশবিস্তার রোধে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তি মালিকানাধীন কোনো বাড়ি, ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধনকালে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সংরক্ষিত নারী কাউন্সিল নুর জাহান বেগম নূরী, রাবেয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পত্রদূত রিপোর্ট।
Copyright © 2024 Update Satkhira. All rights reserved.