সাতক্ষীরায় র্যাবের অভিযানে একটি ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ রাকিব হোসেন (২০)। সে কলারোয়া থানার আব্দুল খালেকের ছেলে।
রোববার বিকালে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে ভিকটিম আসামীর পূর্ব পরিচিত। ভিকটিম স্কুলে যাতায়াতের সময় আসামী প্রায়ই ভিকটিমকে বিভিন্ন কুপ্রস্তাব দিত। গত ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে প্রাকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে উঠানে গেলে পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামী মোঃ রাকিব হোসেন (২০) ভিকটিমের মুখ চেপে ধরে ভিকটিমের বসত বাড়ির পাশে পুকুরের দক্ষিণ পাড়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র্যাব-৬ (সাতক্ষীর ক্যাম্প) এর একটি আভিযানিক দল আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।