জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে। বুধবার (অক্টোবর ১৮) শেখ রাসেল দিবস উপলক্ষে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। দিনটি সাতক্ষীরা জেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে।
আযোজনের মধ্যে রয়েছে- শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: আমিনুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক গণ,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চ পদস্ত কর্মকর্তা, রাজনীতিবীদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।