সাতক্ষীরা জেলা আ'লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু বলেছেন, সারাদেশের মত সাতক্ষীরাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই।
শুক্রবার (২০ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় আসাদুজ্জামান বাবু বলেন, দেশে ইতোমধ্যে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই বছরে আরও মেগা প্রকল্পের উদ্বোধন হবে।
তাছাড়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। দেশের মানুষকে শান্তিতে রাখতে তিনি বদ্ধ পরিকর। সেজন্য তিনি কোন ভাবেই স্বাধীনতা বিরোধীদের কাছে দেশের মানুষকে তুলে দিতে চান না। অতীতে কোন সময় ওই সমস্ত স্বাধীনতা বিরোধীদের কাছে মানুষ নিরাপদ ছিল না আর কোনদিন নিরাপদ থাকতেও পারবে না। এজন্য সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এর আগে ভোমরা ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি আলিমউদ্দীন সরদারের সভাপতিত্বে ও সদর থানা আ'লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল হালিমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ'লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ-সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ-সম্পাদক সামছুজ্জামান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সেচ্ছাসেবকলীগের ওহেদুজ্জামান টিটু প্রমুখ।
এসময় বক্তারা উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হবে। আর সেই লক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহব্বান জানান।
এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা আসাদুজ্জামান বাবুকে সমর্থন জানিয়ে ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বলেন, টানা তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামীলীগ। তারপরেও এ আসনের নেতাকর্মীরা একপ্রকার বঞ্চিত। আমরা আশা করি নেত্রী তৃণমূলের নেতাকর্মীদের কথা মূল্যায়ণ ও তাদের দাবির প্রেক্ষিতে সৎ, যোগ্য ও কর্মীবান্ধব নেতা আসাদুজ্জামান বাবুকে দলীয় মনোনয়ন দিবেন।