প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ
কলারোয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিল সহ আটক-০১ ডিল

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করেছে।আটককৃত যুবকের নাম মোঃ সুমন হোসেন(২১)।সে কলারোয়া উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মিঠুন মজুমদার, এএসআই(নিঃ)/ মোঃ মেহেদী হাসান সঙ্গীয় শনিবার দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন রামভদ্রপুর সাকিনস্থ সিংঙ্গা বাজার টু গয়ড়া বাজারগামী রোডস্থ খলিলের বটতলার সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ঐ যুবক কে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা রুজু করেছে।যাহার মামলা নং-১৮, তারিখ- ৩০/১২/২০২৩ ইং।ওসি ডিবি আরো জানান, আটককৃত আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে।
Copyright © 2025 Update Satkhira. All rights reserved.