প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ১:২৩ পূর্বাহ্ণ
নির্বাচনী ব্রিফিংয়ে ফোর্সদের যা বল্লেন পুলিশ সুপার মতিউর রহমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
উক্ত ব্রিফিং প্যারেডে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
পুলিশ সুপার বলেন,জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে।
তিনি বলেন,সাতক্ষীরাবাসী যেনো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে দায়িত্ব পালনে সাতক্ষীরা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
এসময় নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
নির্বচনী ব্রিফিং প্যারেডে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ মোঃ সজীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),অতিরিক্ত পুলিশ সুপার সদস সার্কেল মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃআমিনুর রহমান,দেবহাটা ও আশাশুনি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এস এম জামিল আহমেদ,তালা সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃসাজ্জাদ হোসেন,সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম,বিশেষ শাখার ডিআই-১ ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার,পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার দেবনাথ, শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ এবং জেলার বাহিরের বিভিন্ন ইউনিট হতে আগত অফিসার-ফোর্সবৃন্দ।
Copyright © 2024 Update Satkhira. All rights reserved.