প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরার ৩ টি আসনে নৌকা : ১টি তে লাঙ্গল বিজয়ী

শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাতক্ষীরা ০১ আসনে ১লক্ষ ৪৪ হাজার ০৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ১৮ হাজার ৫৫৩ ভোট।
সাতক্ষীরা ০২ আসনে ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।
সাতক্ষীরা ০৩ আসনে নৌকার প্রার্থী ডা: আ ফ ম রুহুল ১ লক্ষ ৫৬ হাজার ১৪৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলিফ হোসেন লাঙ্গল প্রতিকে ১১ হাজার ২৭৯ ভোট।
সাতক্ষীরা ০৪ আসনে নৌকার প্রার্থী আতাউল হক দোলন ১লক্ষ ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নোঙর প্রতিকের প্রার্থী এইচ এম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ০৮৮ ভোট।
Copyright © 2025 Update Satkhira. All rights reserved.