প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাথে বিজয়োত্তর শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসন থেকে টানা চতুর্থবারের মতো নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক।
![]()
মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন তিনি। এসময় আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান ডা. রুহুল হক-এমপি।
![]()
শুভেচ্ছা বিনিময়কালে সারাদেশের বিভিন্ন সংসদীয় আসন থেকে নব-নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য এবং সাবেক-বর্তমান এমপি-মন্ত্রীদের বেশিরভাগই উপস্থিত ছিলেন।