মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ২৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে সাতক্ষীরা জেলার খুলনা রাস্তার মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুনাকের সাধারণ সম্পাদিকা শাহনাজ সুলতানা, সাতক্ষীরা পুনাকের কোষাধ্যক্ষ সিতিমা সুলতানা সহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরার অন্যান্য সদস্যবৃন্দ।