মীর আবু বকর ॥ সাতক্ষীরায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার সহযোগিতায় এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে অতিঃ জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বেলুন ফেস্টুন ও ফিতা কেটে প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান যুগে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান চর্চা শিক্ষা সকল শিক্ষার্থীদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তথ্য প্রযুক্তি চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন ঘটিয়েছে। তথ্যপ্রযুক্তিকে পিছিয়ে ফেলে কোনোভাবে দেশেকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করেছে সেটা অচিরেই বাস্তবায়ন হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ, সহকারী কমিশনার এনডিসি মোঃ আল-আমিন, সরকারি কমিশনার আকাশ আহমেদ, সহকারী কমিশনার নুসরাত জাহান অনন্যা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, সরকারি প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান সহ এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির অতিথিদের সাথে নিয়ে স্টল পরিদর্শন করেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক গাজী মমিন উদ্দিন।