৩১৩, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, সোনায় মোড়ানো সোনার বাংলা আজ সন্ত্রাসী তান্ডবে শ্মশানে পরিণত হয়েছে। সবুজ শ্যামল বাংলাদেশ আজ রক্তাক্ত। প্রিয় স্বদেশ আজ ঝলসে গেছে সন্ত্রাসীর আগুনে। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। স্বাধীনতা বিরোধী অপশক্তি রুখতে জনঐক্য গড়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২৯ জুলাই) সাতক্ষীরা জেলা পিকআপ-মিনি ট্রাক স্ট্যান্ড পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলপন। এসময় তিনি জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সাতক্ষীরা শহরের ইাটাগাছা ওয়াপদা মোড়ে আনুষ্ঠিত সভায় জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ট্রাক-ট্রাক্টর-কাভার্ডভ্যান-ট্
সভায় এমপি সেঁজুতি আরও বলেন, শ্রমজীবী মানুষ এদেশের সম্পদ। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তারা দেশে-বিদেশে রাত দিন কাজ করছেন। তাদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণ তহবিলসহ বিভিন্ন যুগন্তকারী পদক্ষেপ নিয়েছেন। তারপরও শ্রমিকদের আরও অনেক সমস্যা থাকতে পারে। সেসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এমপি সেঁজুতি বলেন, জামায়াত-বিএনপি অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে। সরকারের এতো এতো উন্নয়নকে মেনে নিতে পারেনি। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তারা সব সময় ষড়যন্ত্র করছে। তারা দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা সন্ত্রাস নৈরাজ্য করছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। এই সম্পদ আমাদের সম্পদ, এই সম্পদ দেশের সম্পদ। তিনি জামায়াত বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ উত্থাপিত বিভিন্ন সমস্যা সম্পর্কে এমপি সেঁজুতি আরও বলেন, আপনাদের স্ট্যান্ডের জায়গার যে সমস্যা রয়েছে সবাই মিলে সেটি সমাধানের চেষ্টা করবো। অনেকে অভিযোগ করেছেন কল্যাণ তহবিলের টাকা পাচ্ছেন না। এই টাকা পেতে হলে কিছু শর্ত রয়েছে। সেগুলো পূরণ করতে হবে। এই টাকা পেতে হলে মালিকদের কাছ থেকে নিয়োগপত্র নিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে সেটি মালিকদের সাথে আলোচনা করে দ্রুত সমাধান করা যাবে।