সেবার ব্রতে চাকরি"-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ৩য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ ও শেষ দিন বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের দৌড়,ড্রাগিং ও রোপ (৩য় দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত পরীক্ষায় সাতক্ষীরা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা হতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মারুফা ইয়াসমিন, পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা, তৌহি উদ দৌলা রুপম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যানালাইসিস),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),বাগেরহাট জেলা,নূর-ই- আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),যশোর জেলা, ডাঃ আবু হোসেন,মেডিকেল অফিসার, পুলিশ লাইন্স হাসপাতাল,সাতক্ষীরা, ডাঃ ইসমত জাহান সুমনা,মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস,সাতক্ষীরা এবং সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।