সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট,হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক কে স্বাগত জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
গতকাল ০৪ মে ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরা জেলা পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। পরবর্তীতে সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে 'গার্ড অব অনার' প্রদান করেন।
![]()
এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম,বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ,সাতক্ষীরা ও মাইনুদ্দিন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,সাতক্ষীরা প্রমুখ।