বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ,ফেব্রুয়ারি-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
"সেবার ব্রতে চাকরি" এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২৫ উপলক্ষে গত ১০ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ হতে সাতক্ষীরা জেলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা, সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ ০৫ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০টায় অত্যন্ত মনোরম পরিবেশে সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সাতক্ষীরা নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),যশোর ও হাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),খুলনা।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ শাহীনুর চৌধুরী (সদর সার্কেল) সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।