প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তিনি অন্যান্য মাসের তুলনায় গত মাসে জেলায় অপরাধ প্রবণতা কমেছে বলে উল্লেখ করেন। পাশাপাশি এই মাসে অনুষ্ঠিতব্য হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্টুভাবে পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এছাড়া সভায় জানানো হয়, এবার পূজা উপলক্ষ্যে বিভিন্ন মেলাকে নিরুৎসাহিত করা হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, লাইনেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরণ, দ্বিধাবিভক্ত প্রেস ক্লাব ইস্যুতে আলোচনার উদ্যোগ গ্রহণ, সরকারি খাস জমিতে অবৈধ দখলদারদের উচ্ছ্বেদ, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, ক্যাপ্টেন নাহিদুল ইসলাম খান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাব্লিউ, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আব্দুল আজিজ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।
Copyright © 2025 Update Satkhira. All rights reserved.