প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
১০৮টি মোবাইল ফোন ও সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার করে দিল সাতক্ষীরা জেলা পুলিশ

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। এ ছাড়া বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া তিন লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করে তা ফেরত দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) পুলিশ লাইনের ড্রিলশেডে প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোনসেট ও টাকা হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম । জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়কালে মোবাইল ফোন হারানোর ২২৫টি সাধারণ ডায়েরি (জিডি) জমা পড়ে। সাইবার সেলের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৫৪৯টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। এ ছাড়া এখন পর্যন্ত মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোট ৪৩ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া জুলাই-সেপ্টেম্বর সময়ে ২১টি হ্যাক হওয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার আট নারীর সহায়তায় আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার বলেন, ‘ডিজিটাল অপরাধ দমন এখন পুলিশের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক সাফল্য সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো:মুকিত হাসান খাঁন,ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, বিশেষ শাখার ডিআই-১ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Copyright © 2025 Update Satkhira. All rights reserved.