টানা ৩ বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৬ জানুয়ারি ) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষ তার ভালোবাসার প্রমাণ দিয়েছে ৭/৮ ঘন্টা অপেক্ষা করে দাঁড়িয়ে থেকে জানাজা পড়েছে। তিনি আরো বলেন, শ্রমিক ভাইদের সঙ্গে আমার ৪০ বছরের সম্পর্ক। আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় প্রমুখ।
দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন উজ্জল সাধু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশিদ, পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা , সদর উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী মো. মনিরুল ইসলাম, জেলা বাস মিনিবাস কোর্স মাইক্রোবাস শ্রমিকদলের সভাপতি মোঃ আবু তালেব, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম , ভিআইপি ট্রাক শ্রমিক দলের সভাপতি আলতাব হোসেন, সেক্রেটারি ইব্রাহিম গাজী, জনতা ব্যাংক সিবিএ সভাপতি শেখ আব্দুল গনি, সদর ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, ভি আই পি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাবু, জেলা ট্রাক ট্যাংকলরী -ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনু সরদার, মোটর শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলার সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসহাক সরদারসহ বিএনপি নেতৃবৃন্দ, জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আনিসুর রহমান আজাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, মোঃ রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান।