শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আরো মনোযোগী হতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দ্বারা zime
০ মন্তব্য 246 দর্শন

 

সাতক্ষীরায় ২ দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকার সহযোগিতায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন বর্তমান তথ্যপ্রযুক্তি যুগে বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনেক নতুনত্ব সৃষ্টি করা হয়েছে। অল্প জমিতে বেশি উৎপাদন প্রকৃত বিজ্ঞান। বিজ্ঞানের মাধ্যমে বহু কিছু আবিষ্কার করা সম্ভব হয়েছে। বিজ্ঞানের জন্য দেশের কৃষি, তথ্য প্রযুক্তি, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। বিজ্ঞানের জন্য আজ বিশ্ব হাতের  মুঠোয়। শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আরো মনোযোগী হতে হবে। তবে আরো নতুন কিছু অর্জন সম্ভব হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, আশাশুনী সরকারি কলজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ প্রকৌশলী মশিউর রহমান, এন ডি সি বাপ্পি দত্ত রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দিন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন