সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল সহ আটক-০২

দ্বারা zime
০ মন্তব্য 134 দর্শন

 

দুই শ বোতল ফেনন্সিডিলসহ দুই মাদক কারবারি কে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের আলিপুর চাপারডাঙ্গী এলাকার মোঃ মোশারফ হোসেন সরদারের ছেলে মোঃ জয়নাল আবেদীন সরদার(৪৫) ও দেবহাটা উপজেলার ভেন্নাপোতা গ্রামের মোঃ মোশারফ হোসেন সরদার এর ছেলে মোঃ জাহিদুর রহমান জুয়েল(৩৩)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ আনিছুর রহমান জানান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আহমেদ কবির,এএসআই বিএম তৌহিদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স  শুক্রবার রাতে দেবহাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পুষ্পকাটি বিসমিল্লা ব্রিক্স এর সামনে সাতক্ষীরা টু শ্যামনগর গামী পাকা রাস্তার উপর হতে মাদক ক্রয় – বিক্রয়ের সময় দুই চোরাকারবারিকে ভারতীয় ফেনন্সিডিলসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা চিহ্নিত মাদক চোরাকারবারি।তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন