পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বিপিএম পিপিএম ঈদের নামাজ আদায় করার পর জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার,অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল জোনের ওসিদের সাথে বুকে বুক লাগিয়ে ঈদের কোলাকুলি করেছেন। গতকাল জিএমপির পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের নামাজ আদায় করার পরে তিনি অফিসার ও সোর্সদের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান বিপিএম (সেবা), উপপুলিশ কমিশনার দক্ষীণ (অপরাধ) মোহাম্মদ ইলতুৎ মিশ, শেখ রিয়াজুল হক, এসপি সিআইডি গাজীপুর (মেট্টোঃ ও জেলা), মোহাম্মদ মাকসুদের রহমান এসপি পিবিআই গাজীপুর, ছালেহউদ্দিন, কমান্ডেন্ট আই এস টিসি গাজীপুর, জালাল উদ্দিন, অতিঃপুলিশ সুপার আইপি -২ গাজীপুরসহ গাজীপুরস্থ পুলিশ ইউনিটের প্রতিনিধি গন ও জিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।