বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০২০ সনের শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরি চিকিৎসা খাতে কেন্দ্র হতে বরাদ্দকৃত অর্থ ১৩জনের মধ্যে ৩৮ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়। সমিতি সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এবং জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

এসময়ে প্রধান অতিথি হাত থেকে শিক্ষাবৃত্তির ৫ হাজার টাকার একটি চেক গ্রহণ করেন বেগম নিশাত আলম ও এককালীন অনরদান ২ হাজার টাকার চেক গ্রহণ করেন শেখ রিয়াজুল ইসলাম। এই প্রতিষ্ঠান অনুদান খাতে ১২ হাজার ৫ শত, এককালীন অনুদান খাতে ১৩ হাজার এবং জরুরী চিকিৎসা খাতে ১৩ হাজার টাকা করে মোট ৩৮ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডাঃ একেএম আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সরকারি বিধি ও নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে পরিচালনা করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন