নিজস্ব প্রতিবেদকঃ
ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। সর্ব সাধারণের অভিযোগ ও তাদের কথা জানাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঝুলিয়ে দিয়েছেন অভিযোগ বাক্স।
রোববার বেলা সাড়ে ১১টায় শহরের খুলনা রোড মোড় ও সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে তিনি এ অভিযোগ বাক্সের উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, যে সকল মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায় বা নিজের পরিচয় গোপন রাখার জন্য পুলিশের কাছে গিয়ে তাদের অভিযোগ জানাতে পারে না তাদের জন্য এই অভিযোগ বাক্স ঝুলানো হচ্ছে। প্রতিদিন এখান থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সর্বসাধারণের অভিযোগ ও তাদের কথা জানতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া সার্বক্ষণিক জেলা পুলিশ বিষয়টি মনিটরিং করবে।তিনি আরও বলেন,কোন নিরিহ ব্যক্তি পুলিশ দ্বারা হয়রানী হলে, তারাও এখানে অভিযোগ জানাতে পারবেন।ফলে পুলিশের সকল কাজের স্বচ্ছতা নিঃচ্ছিত থাকবে।পুলিশ কে জনগনের বন্ধু মনে করতে হবে,তাহলে সমাজ থেকে চিরতরে মাদক-জঙ্গী ও সন্ত্রাসবাদ কে বিদায় দেওয়া যাবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) আরিফুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক মিজানুর রহমান, ডিবি পুলিশের ওসি আলী আহম্মেদ হাশেমীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স।
সুত্রঃজাগো নিউজ ডটকম।