অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট-মহানবমীতে এমপি রবি।।

দ্বারা zime
০ মন্তব্য 240 দর্শন

 

 

মাহফিজুল ইসলাম আককাজ: সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মহানবমীতে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণলয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি রবি বলেন,
আবহমান কাল থেকে অসম্প্রদায়িক এই দেশ বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু বৃদ্ধি নয় অনেক আরম্ভ পূর্ণ ভাবে দুর্গাপূজা হয় এখন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই একসাথে এই উৎসবে মেতে উঠে। পূজায় কোন অসুবিধা নেই আমি যতগুলো পূজামন্ডপ পরিদর্শন করেছি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে সবাই সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে পূজা উদযাপন করছে। এমপি রবি আরো বলেন, আমাদের একটাই পরিচয় আমরা বাঙ্গালী, বাংলা আমাদের ভাষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙ্গালী জাতির পিতা। ধর্ম নিয়ে কোন রাজনীতি নয়। সবাই শান্তিপূর্ণভাবে দূর্গাউৎসব পালন করুন। সরকার সব রকমরে সহযোগিতা করছে এবং করবে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেই মহাসড়ক পাড়ী দিতে চায়।’
পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি রবি সনাতন ধর্মালম্বীদের সাথে এবং পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও শারদীয় শুভেচ্ছা জানান।’
মহানবমীতে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের বাবুলিয়া পুজা মন্ডপ, আগরদাঁড়ি পুজা মন্ডপ, বিনেরপোতা পুজা মন্ডপ, রাজার বাগান পূজা মন্ডপ পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওঢামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ূদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম. সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম অহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাপষ আচার্য্য, বিনেরপোতা পুজা মন্দিরের সভাপতি পরিতোষ সরকার প্রমুখ। এসময় আওয়ামীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন