মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে মেডিকেল কলেজ হাসপাতাল তত্বাবধায়ক কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় এমপি রবি বলেন,‘অসহায় রোগীদের স্বার্থে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত আপারেশন ও জরুরী বিভাগ চালু করা হবে। ডাক্তার সংকট দুর করে সিসিইউ ও ডায়ালসিসসহ সব বিষয়ে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে। অন্যায় করলে ছাড় পাবেননা। সেবার মানুষিকতা নিয়ে কাজ করার আহবান জানান। মেডিকেল কলেজে সেবাদানকারী ডাক্তারদের মান সম্মান ক্ষুর্ন্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সার্বিক স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার জিয়া উদ্দিন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল তত্বাবধায়ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর রশিদ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, ডা. রুহুল কুদ্দুস, অধ্যাপক সালেহা আক্তার, উপ-সহকারি প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জি.এম আলমগীর কবির।