অসহায় রোগীদের স্বার্থে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল বাড়িয়ে দ্রুত জরুরী বিভাগ চালু করা হবে-এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 489 দর্শন

 

 

মাহফিজুল ইসলাম আককাজ:  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত্বাবধায়ক কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি রবি বলেন,‘অসহায় রোগীদের স্বার্থে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল বাড়িয়ে দ্রুত জরুরী বিভাগ চালু করা হবে এবং স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা হবে। ডাক্তার সংকট দুর করে সিসিইউ ও ডায়ালসিসসহ সব বিষয়ে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে। মুজিববর্ষ উদ্যাপনে মেডিকেল কলেজ হাসপাতালকে আলোক সজ্জার মাধ্যমে নতুনভাবে সাজানো হবে। আমরা বড় ভাগ্যবান জাতি বঙ্গবন্ধুর মত একজন মহান ব্যক্তির জন্মশতবার্ষিকী উদ্যাপন করতে পারছি।’
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সার্বিক স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্উদ্দিন আহমেদ, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ, প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন