পঁচা-বাসি খাবার বিক্রি করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় কদমতলার জুয়েল রানা বেকারিকে ৩০,০০০/= টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এঁর নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলার সদর উপজেলার কদমতলার জুয়েল রানা বেকারীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার মোঃআসাদুজ্জামান।
এসময় বেকারি পরিদর্শন কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অগ্রিম উৎপাদন তারিখের লেবেল দিয়ে খাবার প্যাকেটজাত করার অপরাধে বেকারীর মালিক আবুল কালাম কে ৩০০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের এই ভাম্যমাণ আদালত।সাতক্ষীরা জেলা প্রশাসনের সূত্র জানায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।