ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মামলা তদন্তের গুণগতমান বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আইজিপি আজ (২৩ ফেব্রুয়ারি ২০২৩) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত ‘জানুয়ারি ২০২৩’ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) জানুয়ারি ২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
আইজিপি বলেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ দমনে আরও তৎপর হতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, আইন-শৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে সতর্ক থাকতে হবে।
আইজিপি বলেন, মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ। তিনি মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজিপি মো: মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক,র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন,টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো: হাবিবুর রহমান, পিবিআইর প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো: সফিকুল ইসলাম,সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া,এন্টি টেরিজমের অতিরিক্ত আইজিপি দিদার আহম্মদ, ইন্ডাট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো: মাহাবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো: হুমায়ুন কবির, সিটিটিসি র ডিআইজি আসাদুজ্জামান, ঢাকা রেজ্ঞের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন,রাজশাাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া, আরএমপি কমিশনার আনিসুর রহমান, জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম সহ সকল রেঞ্জের ডিআইজি ও কমিশনার গণ অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।