স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন,“বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ আজ মালায়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হতো। এ সময় মিল্কভিটা দুধে কোন প্রকার ভেজাল না মেশাতে উৎপাদনকারীদের প্রতি আহবান জানিয়েছেন।

তালা উপজেলা চত্বরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য তালা উপজেলাকে পৌরসভা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দিয়ে আরও বলেছেন, “এ সরকারের সময় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার। দ্রুততম সময়ে সবক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।”

বাংলাদেশ মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদিম হোসেন লিপুর সভাপতিত্বে ও মিল্কভিটা কর্মকর্তা আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল,মিল্ক ইউনিয়নের ব্যবস্থপনা পরিচালক অমর চান বণিক, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.জিয়াউর রহমান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ।

এরআগে বেলা ১১টায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য তালা সদরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটিডের দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি দলিতের আয়োজনে কিশোরীরের বাইসাইকেল চালনা প্রতিযোগিতা ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন