♠♠♠
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জ্বজ কোর্টের পি.পি এড: ওসমান গনি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেন, সাধারন সম্পাদক শাহাজান আলী, পৌর আ’লীগের সভাপতি আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবাহক মো: আব্দুল মান্নান, সদর আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সদর আ’লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র, সহ সাংগঠনিক স্যামুয়েল ফেরদৌস পলাশ, সদর যুবলীগের সহ সভাপতি জাহিদ হোসেন, জেলা তাঁঁতীলীগের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সদর যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো: ময়নুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মো: তুহিনুর রহমান তুহিন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো: সামছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ালীগের কার্যকারী সদস্য সবুর খান, আব্দুল মজিদ, পৌর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন প্রমুখ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবাহক শেখ আজমির হোসেন বাবু।
কর্মী সভায় পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি বলেন, সাতক্ষীরায় যে সমস্ত প্রবাসী নেতা আছে এবং যারা নেতাকর্মীদের টাকা নিয়ে ঢাকায় বড় বড় হোটেল করে তাদের আর সাতক্ষীরার জনগন চায়না। টাকার বিনিময় পুলিশে চাকুরি, নৈশ প্রহরীতে চাকুরি দেওয়ার নামে দলীয় নেতা কর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ঢাকায় চলে যান। কিুছদিন পর আবার সাতক্ষীরায় আসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এধরনের নেতারা যাতে নোমিনেশন না পায় সেজন্য নেত্রীর অ আহবান করেন।
জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে দলীয় মনোয়নয় দিবে জেলা যুবলীগের সকল নেতাকর্মীবৃন্দ তার পক্ষেই কাজ করবে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে জেলা যুবলীগ এগিয়ে যাবে।
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী বলেন, যারা দূর্নীতির সাথে নেত্রী তাদের নোমিনেশন দেবেন না এটা তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন। যারা জনগনের সাথে ভাল ব্যবহার করেন নেত্রী যদি তাদের নোমিনেশন দেয় তাহলে সাতক্ষীরায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সহজ হবে।
পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের হাল ধরেছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তিনি আরো বলেন, গত নিবাচনে সাতক্ষীরা-২ আসনে এমন একজনকে প্রার্থী দেওয়া হয়েছিল যিনি সাতক্ষীরায় টাকার বিনিময় ছাড়া কোন কাজ করেন নি। নেত্রী এবার সরাসরি ঘোষণা করেছেন এধরনের দূর্ণীতির সাথে যারাই জড়িত তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোমিনেশন দেওয়া হবে না।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন বলেন, নির্বাচনে প্রার্থী যদি ভাল হয় পকেটের টাকা খরচ করা লাগেনা। আর নির্বাচনে প্রার্থী যদি ভাল না হয় তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করেও প্রার্থীকে বিজয়ী করা যায়না এজন্য সাতক্ষীরায় আগামী জাতীয় সংসদ নিবাচনে এমন একজনকে প্রার্থী নির্বাচন করতে হবে যাতে বিনা বাধায় নৌকার প্রার্থীকে বিজয়ী করা সম্ভব হয়।
সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, নেত্রী যে ঘোষণা দেন তিনি সেটাই বাস্তবায়ন করেন। তিনি পদ্মা সেতু তৈরী করার ঘোষণা দিয়েছিলেন সকল বাধা পেরিয়ে দেশীয় অর্থায়নে পদ্মা সেতু এখন দৃশ্যমান। নেত্রী বলেছিলেন বাংলাদেশকে ডিজিটাল করার সে সুবিধা এখন বাংলার মানুষে ঘরে বসে ভোগ করতে পারছে। তিনি আরো বলেন, নেত্রী ও দলের সাধারন সম্পাদকের স্পষ্ট ঘোষনা হলো যারা দলীয় নেতকর্মীদের সাথে ভাল ব্যবহার করেন না আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা নোমিনেশন পাবে না।
জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আমি সব সময় আপনাদের সাথে থেকে আপনাদের সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার সকল কাজের সফলতা পেয়েছি আপনাদের একান্ত সহযোগিতার কারণে। ফিংড়ীর জনসভায় আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়র চাওয়ার কথা ঘোষণা করলেন।
সূত্রঃভয়েস অফ সাতক্ষীরা ডটকম।