♠♠♠♠
আব্দুর রহমান:
তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় দু’দিনব্যাপি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আগামী ২০ ও ২১ জুলাই সারা দেশে দু’দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে মেতে উঠবে দেশ। তৃর্ণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিস্তৃতি ঘটাতে জেলায়-জেলায় ‘সাংস্কৃতিক উৎসব ২০১৮’ উদ্যাপন উপলক্ষে বুধবার (১৮জুলাই) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আবহমান বাংলার কৃষ্টি, সাংস্কৃতি এবং ঐতিহ্যের লালন ও প্রসারের অংশ হিসেবে আগামী ২০ জুলাই সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দুইদিন ব্যাপি ‘সাংস্কৃতিক উৎসব ২০১৮’ পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উৎসবের পুরো পরিকল্পনা, বিষয়বস্তুু ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাংবাদিক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, অসীম চক্রবর্তী, বরুণ ব্যানার্জী, জেলা তথ্য অফিসার মোজম্মেল হক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান।