★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত রুপকল্প ২০২১ ও ২০৪১ এ উন্নত ও সমৃদ্ধি বাংলাদেশ অর্জনের অংশ হিসাবে পরিবার পরাকল্পনা মা ও শিশু স্বাস্থ্যসেবা জনগনের দৌড়গরায় পৌছে দেওয়ার অভিষ্ট লক্ষে শহীদ আব্দুর রাজ্জার্ক পার্কে আগামী ৪-৫ ই মার্চ ২০১৮ খ্রিস্টাব্দ তারিখে ২ দিন ব্যাপি এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ এর আয়োজন করা হইয়াছে।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করবেন,খুলনা বিভাগীয় পরিচালক জনাব ব্রজ গোপাল ভৌমিক (যুগ্ম-সচিব)ও বিভাগীয় পরিচালক,পঃপঃ খুলনা বিভাগ খুলনা।।
মেলার ২য় দিন ও সমাপনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন,সাতক্ষীরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন,সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও যুগ্ম-সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
মেলার অন্যতম বিনোদন হিসাবে প্রতিদিন ২.৩০ মিনিট থেকে রাজ্জার্ক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা ২০১৮ উপলক্ষে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন সাতক্ষীরা ভিশনের তিন টি ভিডিও চ্যানেলের নিচের চলমান নিউজে।উক্ত মেলায় স্বতঃম্ফূর্ত ভাবে অংশ গ্রহন করার জন্য জেলাবাসীকে সদয় আমন্ত্রন জানিয়েছেন,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সুযোগ্য উপ-পরিচালক জনাব রওশন আরা জামান।