কিছু সময় পরই দেশে শুরু হবে বহুল প্রত্যাশিত করোনার প্রতিষেধক টিকা প্রয়োগ। পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার কথা রয়েছে।

বুধবার বিকালে টিকাদান কর্মসূচি প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর টিকা দেয়া শুরু হবে৷ একইদিনে আরো বিভিন্ন শ্রেণিপেশার ২৫ জনকে করোনার টিকা দেয়া হবে বলে জানা গেছে।

এদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। একে একে তাদের টিকা দেয়া হবে বলে জানা গেছে। ইতোমধ্যে কারা টিকা পাবেন সেই তালিকাও তৈরি করা হয়েছে।

প্রথম দিনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা ছাড়াও টিকা পাচ্ছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তারা মিয়া। তিনি ২ নং সেক্টরে যুদ্ধ করেছেন৷ এছাড়াও একুশে পদক প্রাপ্ত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. অরুপ রতন চৌধুরী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আফরোজা জাহিন, হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স মোশাররফ হোসেন, সিনিয়র স্টাফ নার্স, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, সেনাবাহিনীর পক্ষে টিকা নেবেন সার্জেন্ট ল্যাবটেক আব্দুর রহিম, সাংবাদিকদের মধ্যে এনটিভি অনলাইনের মাসুদ রায়হান পলাশ টিকা নিচ্ছেন বলে জানা গেছে। অন্যদের নাম জানা যায়নি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন