।।।।।।।।।।।।
সিটিজেন জার্নালিস্ট(জিমি):একের পর এক ভাল কাজ করে আইন শৃংঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরার কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার দেবণাথ কে আন্তজার্তিক মাতৃভাষা গোল্ড এ্যাওয়ার্ড সন্মাননায় ভূষিত করা হইয়াছে।কলারোয়া উপজেলাতে একের পর এক মাদক ও জঙ্গী বিরোধী অভিযান চালিয়ে তিনি কলারোয়া বাসীর জান-মানের নিরাপর্তা দিয়ে আসছেন দক্ষতার সহিত।সম্প্রতি বিএনপি চেয়ারপার্সোনের রায়ের দিন ও কলারোয়াতে কোন রকম বিশৃংঙ্খলা ঘটতে দেন নি তিনি।

গত ১৮ ই ফেব্রুয়ারী ২০১৮ খ্রিস্টাব্দ তারিখে মুক্তি ভবন মৈত্রী মিলনায়তন, পল্টন ঢাকাতে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে আইন-শৃংঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাঁকে এই সন্মাননা প্রদান করা হয়।উক্ত সন্মাননা প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি।উক্ত অনুষ্ঠানের প্রধান আচোলক হিসাবে উপস্থিত ছিলেন,অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুণ।

উল্লেখ্য সীমান্ত কালচারাল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান।এটি একটি সামাজিক সংগঠন।সমাজের বিভিন্ন সেক্টরের সাধারন মানুষের জীবন যাত্রায় উন্নয়নে অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ সরকারী কূমকর্তা দের পুরুস্কৃত করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন