সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সাতক্ষীরা থানা পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা থানার এসআই মহাসিন তরফদার, এএসআই সাইফুল(১) ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রবিবার রাত ৯.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঁশদহ  পাঁচ রুখি রুহুল কুদ্দুস সড়ক সংলগ্ন আক্তারের কুলবাগানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় সেখান থেকে ৬ টি প্যাকেটে ৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ঐ চৌকস টিম।

ছয় কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রতিবেদক কে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায় ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন অজ্ঞাত পলাতক আসামীকে তদন্ত সাপেক্ষে আটক করতে পুলিশের অভিযানে অব্যহত আছে। তিনি আরো জানান, এবিষয়ে সাতক্ষীরা থানায় অঞ্জাতনামা আসামি করে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

প্রাসংঙ্গত গত দুই দিন আগেও সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা  এবং ২৫০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। বাঁশদহা ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের তৎপরতায় একের পর এক মাদক কারবারি আটক হচ্ছে। তিনি বলেন সাতক্ষীরা থানা পুলিশের এমন জোরালো অভিযান অব্যহত থাকলে খুবই দ্রুত বাঁশদহা ইউনিয়ন কে মাদক মুক্ত করা সম্ভব হবে।

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন